ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 33:12-16 Kitabul Mukkadas (MBCL)

12. বিন্‌ইয়ামীন সম্বন্ধে তিনি বলেছিলেন,“মাবুদ যাকে মহব্বত করেনসে নিরাপদে তাঁর কাছে থাকবে;তিনি সব সময় তাকে আড়ালে রাখেন;তাঁরই পিঠের উপর তার স্থান।”

13. ইউসুফ সম্বন্ধে তিনি বলেছিলেন,“মাবুদ তার দেশকে যেন দোয়া করেনআসমানের মহামূল্য শিশির দিয়ে,মাটির নীচের পানি দিয়ে,

14. সূর্যের সেরা দান দিয়ে,মৌসুমের সেরা ফসল দিয়ে,

15. পুরানো পাহাড়ের সম্পদ দিয়ে,চিরকালের পাহাড়ের ধন দিয়ে,

16. ভরা দুনিয়ার ভাল ভাল জিনিস দিয়ে,আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেন তাঁর রহমত দিয়ে।ইউসুফের মাথায় এই সব দোয়া ঝরে পড়ুক;ভাইদের মধ্যে যে মহৎ তাঁরই মাথায় ঝরে পড়ুকএই সব দোয়া।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 33