ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 3:19-22 Kitabul Mukkadas (MBCL)

19. তবে তোমাদের যে সব গ্রাম ও শহর দেওয়া হল সেখানে তোমাদের স্ত্রী, ছেলেমেয়ে আর পশুপাল রেখে যেতে পারবে। আমি জানি তোমাদের পশু অনেক।

20. মাবুদ যতদিন পর্যন্ত তোমাদের মত করে তোমাদের ভাইদেরও বিশ্রামের সুযোগ না দেন এবং জর্ডানের ওপারে যে দেশটা তোমাদের মাবুদ আল্লাহ্‌ তাদের দিতে যাচ্ছেন তা তারা অধিকার না করে ততদিন পর্যন্ত তোমাদের যুদ্ধ করে যেতে হবে। তার পরে এই যে জায়গা-জমি তোমাদের দেওয়া হল এখানে তোমরা ফিরে আসতে পারবে।’

21. “সেই সময় আমি ইউসাকে বললাম, ‘তোমাদের মাবুদ আল্লাহ্‌ এই দু’জন বাদশাহ্‌র অবস্থা কি করেছেন তা তো তুমি নিজের চোখেই দেখেছ। তোমরা যেখানে যাচ্ছ সেখানকার সব রাজ্যগুলোর অবস্থাও মাবুদ তা-ই করবেন।

22. তোমরা তাদের ভয় কোরো না; তোমাদের মাবুদ আল্লাহ্‌ নিজে তোমাদের হয়ে যুদ্ধ করবেন।’

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 3