ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 22:8-15-16 Kitabul Mukkadas (MBCL)

8. “বাড়ী তৈরী করবার সময় তোমরা সেটার ছাদের চারপাশটা দেয়ালের মত করে কিছুটা উঁচু করে দেবে, যাতে কেউ ছাদের উপর থেকে পড়ে মারা গেলে বাড়ীর লোকেরা তার মৃত্যুর জন্য দায়ী না হয়।

9. “আংগুর ক্ষেতে তোমরা দুই জাতের বীজ লাগাবে না; তা করলে সেই বীজের ফসল এবং ক্ষেতের আংগুর দুই-ই তোমাদের জন্য হারাম হয়ে যাবে।

10. “তোমরা বলদ আর গাধা একসংগে জুড়ে চাষ করবে না।

11. “তোমরা পশম আর মসীনা সুতা মিশিয়ে বোনা কাপড় পরবে না।

12. “তোমাদের গায়ের চাদরের চার কোণায় থোপ্‌না লাগাবে।

13-14. “কোন লোক যদি বিয়ে করে স্ত্রীকে নিয়ে শোবার পরে তাকে অপছন্দ করে এবং তার নিন্দা ও বদনাম করে বলে, ‘আমি এই স্ত্রীলোককে বিয়ে করেছিলাম বটে, কিন্তু সে যে সতী মেয়ে তার মধ্যে সেই প্রমাণ আমি পেলাম না,’

15-16. তবে সেই মেয়ের মা-বাবা গ্রাম বা শহরের সদর দরজায় বৃদ্ধ নেতাদের কাছে তার সতীত্বের প্রমাণ নিয়ে যাবে এবং তার পিতা বলবে, ‘আমি এই লোকের সংগে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম কিন্তু সে তাকে অপছন্দ করে,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 22