ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জাকারিয়া 4:3-10 Kitabul Mukkadas (MBCL)

3. সেই বাতিদানের কাছে রয়েছে দু’টা জলপাই গাছ, ডানদিকে একটা ও বাঁদিকে আর একটা।”

4. আমি সেই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, “হে হুজুর, এগুলো কি?”

5. জবাবে তিনি আমাকে বললেন, “এগুলো কি তা কি তুমি জান না?”আমি বললাম, “হে হুজুর, আমি জানি না।”

6. তখন তিনি আমাকে বললেন, “মাবুদ সরুব্বাবিলকে এই সংবাদ দিচ্ছেন, ‘শক্তি বা ক্ষমতার দ্বারা নয়, কিন্তু আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি যে, আমার রূহ্‌ দ্বারা তুমি সফল হবে।

7. হে বিরাট পাহাড়, কে তুমি? সরুব্বাবিলের সামনে তুমি হবে সমভূমি। বায়তুল-মোকাদ্দসের শেষ পাথরটা লাগাবার সময় লোকেরা চিৎকার করে বলবে যে, ওটা খুব সুন্দর হয়েছে।’ ”

8. তারপর মাবুদের এই কালাম আমার উপর নাজেল হল,

9. “সরুব্বাবিলের হাত বায়তুল-মোকাদ্দসের ভিত্তি স্থাপন করেছে এবং তারই হাত সেটা শেষ করবে। তখন লোকেরা জানতে পারবে যে, আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীনই তোমাকে তাদের কাছে পাঠিয়েছি।

10. এতদিন যে সামান্য কাজ হয়েছে তা লোকে তুচ্ছ মনে করেছে। কিন্তু সরুব্বাবিলের হাতে ওলনদড়িটা দেখে লোকেরা আনন্দ করবে।”তারপর আমি শুনলাম, “এই সাতটা বাতি হল মাবুদের চোখ যা সারা দুনিয়া দেখতে পায়।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জাকারিয়া 4