ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জাকারিয়া 14:20-21 Kitabul Mukkadas (MBCL)

20. সেই দিন “মাবুদের উদ্দেশে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে এবং মাবুদের ঘরের রান্নার পাত্রগুলো কোরবানগাহের সামনের পবিত্র পেয়ালাগুলোর মত পবিত্র হবে।

21. জেরুজালেম ও এহুদার প্রত্যেকটি রান্নার পাত্র আল্লাহ্‌ রাব্বুল আলামীনের উদ্দেশে পবিত্র হবে এবং যারা পশু-কোরবানী দিতে আসবে তারা সেই সব পাত্রের কয়েকটা নিয়ে সেগুলোতে রান্না করবে। সেই দিন আল্লাহ্‌ রাব্বুল আলামীনের ঘরে কেউ ব্যবসা করবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জাকারিয়া 14