অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জাকারিয়া 12 Kitabul Mukkadas (MBCL)

জেরুজালেমের শত্রুদের ধ্বংস

1. এই হল ইসরাইল সম্বন্ধে মাবুদের কালাম। মাবুদ, যিনি আসমানকে মেলে দিয়েছেন, যিনি দুনিয়ার ভিত্তি স্থাপন করেছেন, যিনি মানুষের ভিতরে রূহ্‌ সৃষ্টি করেছেন, তিনি বলছেন,

2. “আমি জেরুজালেমকে এমন একটা মদের পাত্র বানাব যা থেকে খেয়ে আশেপাশের সব জাতিরা টলবে। জেরুজালেমের সংগে এহুদার অন্যান্য শহরগুলোকেও ঘেরাও করা হবে।

3. সেই দিন যখন সমস্ত জাতি জেরুজালেমের বিরুদ্ধে জমায়েত হবে তখন আমি তাকে সব জাতির জন্য একটা ভারী পাথরের মত করব। যারা সেই পাথরকে উঠাতে চেষ্টা করবে তারা নিজেরাই আঘাত পাবে।

4. সেই দিন আমি প্রত্যেকটা ঘোড়াকে ভয় ধরিয়ে দেব এবং ঘোড়সওয়ারকে করব পাগল। এহুদার লোকদের প্রতি আমি সতর্ক নজর রাখব, কিন্তু অন্যান্য জাতিদের সব ঘোড়াগুলোকে অন্ধ করে দেব।

5. তখন এহুদার নেতারা মনে মনে বলবে, ‘জেরুজালেমের লোকেরা আমাদের শক্তি, কারণ আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাদের মাবুদ।’

6. “সেই দিন এহুদার নেতাদের আমি কাঠের বোঝার মধ্যে জ্বলন্ত কয়লার মত ও শস্যের আঁটির মধ্যে জ্বলন্ত মশালের মত করব। তারা ডানে-বাঁয়ে আশেপাশের সমস্ত জাতিকে গ্রাস করবে, কিন্তু জেরুজালেমের লোকেরা আবার তাদের নিজেদের জায়গায় বাস করবে।

7. “আমি মাবুদ প্রথমে এহুদার বাসস্থানগুলো উদ্ধার করব যাতে দাউদের বংশের ও জেরুজালেমের বাসিন্দাদের সম্মান এহুদার অন্যান্য লোকদের চেয়ে বেশী না হয়।

8. সেই দিন আমি জেরুজালেমের বাসিন্দাদের রক্ষা করব। তাদের মধ্যেকার সবচেয়ে দুর্বল লোকও দাউদের মত হবে এবং দাউদের বংশধরেরা আল্লাহ্‌র মত, অর্থাৎ মাবুদের ফেরেশতার মত তাদের আগে আগে চলবে।

9. সেই দিন যে সমস্ত জাতি জেরুজালেমকে আক্রমণ করতে আসবে আমি তাদের ধ্বংস করব।

10. “আমি দাউদের বংশ ও জেরুজালেমের বাসিন্দাদের উপরে আমার রূহ্‌ ঢেলে দেব; তিনি রহমত দান করেন ও মুনাজাতের মনোভাব দেন। তাতে তারা আমার দিকে, অর্থাৎ যাঁকে তারা বিঁধেছে তাঁর দিকে তাকিয়ে দেখবে। একমাত্র সন্তানের জন্য বিলাপ করবার মত করে তারা তাঁর জন্য বিলাপ করবে এবং প্রথম সন্তানের জন্য যেমন শোক করে তেমনি ভীষণভাবে শোক করবে।

11. সেই দিন জেরুজালেমে ভীষণ বিলাপ হবে, যেমন মগিদ্দো সমভূমির হদদ্‌-রিম্মোণে হয়েছিল।

12-14. দেশের প্রত্যেক বংশের লোকেরা আলাদা আলাদা ভাবে বিলাপ করবে। দাউদের বংশের, নাথনের বংশের, লেবির বংশের, শিমিয়ির বংশের আর বাকী সব বংশের লোকেরা বিলাপ করবে। পুরুষেরা ও তাদের স্ত্রীরা আলাদা আলাদা ভাবে বিলাপ করবে।