ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 97:6-11 Kitabul Mukkadas (MBCL)

6. আসমান তাঁর ন্যায়ের কথা ঘোষণা করছে,আর সমস্ত জাতি তাঁর গৌরব দেখছে।

7. যারা মূর্তিপূজা করে আর দেব-দেবী নিয়ে বড়াই করেতারা সবাই লজ্জায় পড়ুক;মাবুদের সামনে দেব-দেবী সেজদা করুক।

8. হে মাবুদ, তোমার ন্যায়বিচারের কথা শুনেসিয়োন আনন্দিত হয়েছে,এহুদার গ্রামগুলো খুশী হয়েছে।

9. হে মাবুদ, তুমি সমস্ত দুনিয়ার আল্লাহ্‌তা’লা;সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।

10. যারা মাবুদকে মহব্বত করে তারা অন্যায়কে ঘৃণা করুক;তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেনআর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন।

11. আল্লাহ্‌ভক্তদের জীবনে নূর দেওয়া হয়,আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 97