ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 89:6-18 Kitabul Mukkadas (MBCL)

6. বেহেশতের মধ্যে এমন কে আছেযাকে মাবুদের সংগে তুলনা করা যায়?ফেরেশতাদের মধ্যে কে মাবুদের সমান?

7. পবিত্র ফেরেশতাদের সভায় সকলে আল্লাহ্‌কে ভয় করে;তাঁর চারপাশের সকলের চেয়েতিনিই বেশী ভয় জাগান।

8. হে মাবুদ, আল্লাহ্‌ রাব্বুল আলামীন,কে আছে তোমার মত শক্তিমান, হে মাবুদ?তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রয়েছে।

9. ফুলে ওঠা সাগরের ঢেউ তোমার শাসনে থাকে;তার ঢেউ উঠলে তাকে তুমিই শান্ত কর।

10. তুমি রহবকে চুরমার করে মেরে ফেলা লোকের মত করেছ;তোমার শক্তিশালী হাতে তোমার শত্রুদের তুমি ছড়িয়ে দিয়েছ।

11. আসমান তোমার, জমীনও তোমার;এই দুনিয়া ও তার মধ্যেকার সব কিছু তুমিই স্থাপন করেছ।

12. উত্তর ও দক্ষিণ তোমারই সৃষ্টি;তাবোর ও হর্মোণ পাহাড় তোমাকে নিয়ে আনন্দের কাওয়ালী গায়।

13. তোমার হাত ক্ষমতায় ভরা;তোমার হাতে রয়েছে শক্তি,তোমার ডান হাতের শক্তির তুলনা নেই।

14. সততা ও ন্যায়বিচারের উপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে;মহব্বত ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে।

15. ধন্য সেই লোকেরা, যারা সেই আনন্দের ধ্বনি চেনে;হে মাবুদ, তারা তোমার দয়ার দৃষ্টির নূরেচলাফেরা করে।

16. সারা দিন ধরে তোমাকে ঘিরেই তাদের আনন্দ;তোমার সততা তাদের উঁচুতে তোলে।

17. তুমিই তো তাদের শক্তির সৌন্দর্য;তোমার রহমতই আমাদের শক্তির শিং উঁচুতে তোলে।

18. আমাদের বাদশাহ্‌কে ইসরাইলের আল্লাহ্‌ পাক নিযুক্ত করেছেন;আমাদের সেই ঢাল মাবুদেরই নিযুক্ত।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 89