ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 89:33-43 Kitabul Mukkadas (MBCL)

33. কিন্তু আমার অটল মহব্বতআমি তার উপর থেকে তুলে নেব না;আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না।

34. আমার স্থাপন করা ব্যবস্থা আমি বাতিল করব না;আমার মুখ যা বলেছে তা বদলাব না।

35. আমার পবিত্রতার কসম খেয়ে আমি একবারই বলে রেখেছি-আমি দাউদের কাছে কখনও মিথ্যা বলব না;

36. তার বংশ চিরকাল থাকবে;তার সিংহাসন আমার সামনে সূর্যের মত টিকে থাকবে।

37. আসমানের বিশ্বস্ত সাক্ষী চাঁদের মততা চিরকালের জন্য স্থাপন করা হবে।” [সেলা]

38. কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ;তোমার অভিষিক্ত বান্দার প্রতি তুমি রেগে গিয়েছ।

39. তোমার গোলামের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছতা তুমি পায়ে মাড়িয়েছ;তাঁর তাজ তুমি মাটিতে ফেলে নাপাক করেছ।

40. তাঁর রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিয়েছ;তাঁর সব কেল্লা ধ্বংস করেছ।

41. যারা তাঁর দেশের পাশ দিয়ে যায় তারা তাঁর সব কিছু লুট করে;তাঁর প্রতিবেশী জাতিদের কাছে তিনি নিন্দার পাত্র হয়েছেন।

42. তুমি তাঁর বিপক্ষদের শক্তিশালী করেছ;তাঁর শত্রুদের আনন্দিত করেছ।

43. তুমি তাঁর তলোয়ার অকেজো করে দিয়েছ;তুমি যুদ্ধে তাঁকে টিকতে দাও নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 89