ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 89:17-26 Kitabul Mukkadas (MBCL)

17. তুমিই তো তাদের শক্তির সৌন্দর্য;তোমার রহমতই আমাদের শক্তির শিং উঁচুতে তোলে।

18. আমাদের বাদশাহ্‌কে ইসরাইলের আল্লাহ্‌ পাক নিযুক্ত করেছেন;আমাদের সেই ঢাল মাবুদেরই নিযুক্ত।

19. একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে,“আমি এক বীরকে সাহায্য করেছি;লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি।

20. আমার গোলাম দাউদকে আমি খুঁজে পেয়েছি;আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষেক করেছি।

21. আমার শক্তিশালী হাত তার সংগে থাকবে;আমার হাতই তাকে শক্তি দান করবে।

22. কোন শত্রু তার উপরে উঠতে পারবে না;কোন দুষ্ট লোক তাকে জুলুম করতে পারবে না।

23. তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলবআর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করব।

24. আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সংগে থাকবে;আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে।

25. আমি সাগরের উপরে আর নদীর উপরে তাকে ক্ষমতা দেব।

26. সে আমাকে ডেকে বলবে, ‘তুমিই আমার পিতা,আমার আল্লাহ্‌, আমার রক্ষাকারী পাহাড়।’

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 89