ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 88:8-16 Kitabul Mukkadas (MBCL)

8. আমার নিজের লোকদের আমার কাছ থেকেতুমি সরিয়ে নিয়েছ;তাদের কাছে তুমি আমাকে ঘৃণার জিনিস করে তুলেছ।আমি আট্‌কা পড়ে গেছি, বেরিয়ে আসতে পারছি না;

9. দুঃখ-কষ্টে চোখ আমার ঝাপ্‌সা হয়ে গেছে।হে মাবুদ, প্রতিদিন আমি তোমাকে ডাকি;আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে রেখেছি।

10. যারা মারা গেছে, তাদের জন্য কি তুমি কুদরতি দেখাও?মৃতেরা উঠে কি তোমার প্রশংসা করবে? [সেলা]

11. কবরের মধ্যে কি তোমার অটল মহব্বতআর দোজখে কি তোমার বিশ্বস্ততার কথাপ্রচার করা হবে?

12. অন্ধকার স্থানে কি তোমার কুদরতি বুঝা যাবে?যে দেশের লোকদের লোকে ভুলে যায়সেখানে কি তোমার ন্যায় কাজ বুঝা যাবে?

13. হে মাবুদ, আমি, আমি তোমার কাছে সাহায্যের জন্য কাঁদি;সকাল বেলায় তোমার কাছে আমার মুনাজাত পৌঁছায়।

14. হে মাবুদ, কেন তুমি আমাকে ত্যাগ করছ?তোমার মুখ আমার কাছ থেকে কেন লুকিয়ে রাখছ?

15. ছেলেবেলা থেকেই আমি দুঃখের মধ্যে পড়ে আছিআর মৃত্যুর মুখোমুখি হয়ে আছি।তোমার ভয়ানক শাস্তি আমার উপর নেমে আসছে;আমি বড়ই অসহায়।

16. তোমার ভয়ংকর রাগ আমার উপর দিয়ে বয়ে গেছে;তোমার ভয়-জাগানো আঘাত আমাকে শেষ করে দিয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 88