ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 86:10-14 Kitabul Mukkadas (MBCL)

10. তুমি মহান আর অলৌকিক চিহ্ন দেখিয়ে থাক;একমাত্র তুমিই আল্লাহ্‌।

11. হে মাবুদ, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও,যাতে আমি তোমার সত্যে চলতে পারি;তোমাকে ভয় করার জন্যআমার দোটানা অন্তরকে তুমি এক কর।

12. হে আল্লাহ্‌, আমার মালিক,আমি সমস্ত দিল দিয়ে তোমার প্রশংসা করব;চিরকাল তোমার গুণগান করব।

13. আমার প্রতি তোমার অটল মহব্বতের সীমা নেই;কবরের সবচেয়ে নীচু জায়গা থেকেতুমি আমার প্রাণ রক্ষা করেছ।

14. হে আল্লাহ্‌, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;জুলুমবাজের দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে।তোমার প্রতি সেই লোকদের কোন ভয় নেই।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 86