ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 86:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. হে মাবুদ, আমার কথায় কান দাওআর আমাকে জবাব দাও,কারণ আমি দুঃখী আর অভাবী।

2. আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত;হে আমার আল্লাহ্‌, যে গোলাম তোমার উপর ভরসা করছেতাকে তুমি রক্ষা কর।

3. হে মালিক, আমার প্রতি রহমত কর,কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি।

4. তোমার গোলামের মনে আনন্দ দাও,কারণ হে মালিক, আমার অন্তরআমি তোমার দিকেই তুলে ধরছি।

5. হে মালিক, তুমি মেহেরবান ও মাফদানকারী;যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি মহব্বতে ভরপুর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 86