ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 78:56-63 Kitabul Mukkadas (MBCL)

56. কিন্তু তবুও তারা আল্লাহ্‌তা’লাকে পরীক্ষা করলআর তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল;তাঁর হুকুম তারা পালন করল না।

57. তাদের পূর্বপুরুষদের মতই তারা ঠিক পথ থেকে সরে গিয়েবেঈমানী করল;বেয়াড়া ধনুকের মতই তারা বেঁকে রইল।

58. তারা পাহাড়ের উপরকার বেদীগুলো ব্যবহার করেতাঁর রাগ জাগিয়ে তুলল;খোদাই-করা মূর্তি পূজা করেতাঁর পাওনা এবাদতের আগ্রহ বাড়িয়ে তুলল।

59. এ সব দেখে-শুনে আল্লাহ্‌ রাগ করলেন;তিনি ইসরাইলকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করলেন।

60. শীলোতে তাঁর যে আবাস-তাম্বু ছিলতা তিনি ছেড়ে গেলেন;এটা সেই তাম্বু যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন।

61. তাঁর কুদরতের চিহ্ন তিনি বন্দীদশায় পাঠালেন;তাঁর মহিমার চিহ্নটি তাঁর শত্রুদের হাতে দিলেন।

62. তাঁর বান্দাদের তিনি শত্রুর তলোয়ারের হাতে তুলে দিলেন;তাঁর নিজের লোকদের উপর তাঁর গজব নাজেল হল।

63. আগুন তাদের যুবকদের পুড়িয়ে ফেলল;তাদের অবিবাহিতা মেয়েদের জন্য বিয়ের গান হল না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 78