ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 78:24-28 Kitabul Mukkadas (MBCL)

24. লোকদের খাবার জন্য তিনি বৃষ্টির মত করে মান্না দিলেন,বেহেশতের শস্য তাদের দিলেন।

25. ফেরেশতার খাবার মানুষ খেল;তারা যত খেতে পারে তত খাবার জিনিসইতিনি তাদের পাঠিয়ে দিলেন।

26. তিনি আকাশ থেকে পূবের বাতাস বহালেন;তিনি নিজের শক্তিতে দক্ষিণের বাতাসকে চালালেন।

27. তিনি ধূলিকণার মত গোশ্‌তের বৃষ্টি দিলেন,সাগর পারের বালুকণার মত পাখীর বৃষ্টি দিলেন।

28. তাদের ছাউনি-এলাকায়, তাদের তাম্বুর চারপাশেতিনি সেগুলোকে পড়তে দিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 78