ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 78:20-39 Kitabul Mukkadas (MBCL)

20. তিনি পাথরে আঘাত করলেনআর তা থেকে উপ্‌চে পড়া পানির স্রোত বেরিয়ে আসল;তাই বলে কি তিনি আমাদের রুটিও দিতে পারেন?তিনি কি তাঁর বান্দাদের জন্য গোশ্‌ত যোগাতে পারেন?”

21. এ কথা শুনে মাবুদ রাগে জ্বলে উঠলেন।ইয়াকুবের বিরুদ্ধে তাঁর অন্তরে আগুন জ্বলে উঠল,ইসরাইলের বিরুদ্ধে তাঁর গজব জেগে উঠল;

22. কারণ আল্লাহ্‌র উপরে তারা ঈমান আনে নি;তিনি যে তাদের উদ্ধার করবেনসেই কথায় তারা ভরসা করে নি।

23. তবুও তিনি উপরে আকাশকে হুকুম দিলেনআর আসমানের দরজা খুলে দিলেন।

24. লোকদের খাবার জন্য তিনি বৃষ্টির মত করে মান্না দিলেন,বেহেশতের শস্য তাদের দিলেন।

25. ফেরেশতার খাবার মানুষ খেল;তারা যত খেতে পারে তত খাবার জিনিসইতিনি তাদের পাঠিয়ে দিলেন।

26. তিনি আকাশ থেকে পূবের বাতাস বহালেন;তিনি নিজের শক্তিতে দক্ষিণের বাতাসকে চালালেন।

27. তিনি ধূলিকণার মত গোশ্‌তের বৃষ্টি দিলেন,সাগর পারের বালুকণার মত পাখীর বৃষ্টি দিলেন।

28. তাদের ছাউনি-এলাকায়, তাদের তাম্বুর চারপাশেতিনি সেগুলোকে পড়তে দিলেন।

29. তারা পেট ভরে তা খেল;তারা যা চেয়েছিল তাদের তিনি তা-ই দিলেন।

30. যে খাবার তারা খেতে চেয়েছিল তা খাওয়া শেষ না হতেই,এমন কি, তা তাদের মুখে থাকতেই

31. আল্লাহ্‌র রাগ তাদের বিরুদ্ধে জেগে উঠল।তাদের কিছু শক্তিশালী যুবকদের তিনি মেরে ফেললেন;ইসরাইলের সেরা লোকদের তিনি তাঁর অধীনে আনলেন।

32. তবুও তারা গুনাহ্‌ করতেই থাকল,তাঁর কুদরতি দেখেও তাঁর উপর ঈমান আনল না।

33. তাই তিনি তাদের দিনগুলো বিফলতায় শেষ করে দিলেনআর বছরগুলো শেষ করে দিলেন ভয়ের মধ্য দিয়ে।

34. তিনি তাদের মেরে ফেলার পরবাকী লোকেরা তাঁর কথা মনে করল;তারা আবার তাঁর দিকে ফিরেআগ্রহের সংগে তাঁকে ডাকল।

35. তাদের মনে পড়ল আল্লাহ্‌ তাদের আশ্রয়-পাহাড়,আল্লাহ্‌তা’লা তাদের মুক্তিদাতা।

36. কিন্তু তারা তখন মুখ দিয়ে ছলনা করল,জিভ্‌ দিয়ে তাঁর কাছে মিথ্যা কথা বলল।

37. তাদের অন্তর তাঁর প্রতি স্থির ছিল না;তাঁর ব্যবস্থার প্রতি তারা বিশ্বস্ত ছিল না।

38. তবুও তিনি মমতায় পূর্ণ বলে তাদের অন্যায় মাফ করলেন,তাদের ধ্বংস করলেন না;তাঁর রাগ তিনি বার বার দমন করলেন,তাঁর সম্পূর্ণ ক্রোধ জ্বলে উঠল না।

39. তিনি ভেবে দেখলেন তারা মানুষ মাত্র,তারা বয়ে যাওয়া বাতাসের মত যা ফিরে আসে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 78