ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 77:1-9 Kitabul Mukkadas (MBCL)

1. আমি চিৎকার করে আল্লাহ্‌র কাছে কাঁদছি;আমি আল্লাহ্‌র কাছে চিৎকার করছিযেন তিনি তা শুনে জবাব দেন।

2. বিপদের দিনে আমি মালিককে ডাকলাম;রাতের বেলা আমার হাত দু’টা আল্লাহ্‌র দিকেবাড়ানোই থাকত, আমি ক্লান্ত হতাম না;আমার অন্তর সান্ত্বনা পেত না।

3. আমি যখন আল্লাহ্‌র কথা ভাবতাম তখন দুঃখে কোঁকাতাম;ভাবতে ভাবতে আমি নিরাশ হয়ে পড়তাম। [সেলা]

4. তুমিই আমার চোখের পাতা খোলা রাখতে;আমি খুব অস্থির হয়ে পড়তাম,তাই কথাও বলতে পারতাম না।

5. অনেক পুরানো দিনের কথা আমি ভাবতাম,ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা।

6. রাতের বেলায় আমার সব কাওয়ালীর কথা আমার মনে পড়ত;আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতামআর মনে মনে প্রশ্ন করতাম-

7. মালিক কি চিরদিনের জন্য আমাদের ত্যাগ করেছেন?তিনি কি আমাদের আর কখনও রহমত করবেন না?

8. তাঁর অটল মহব্বত কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল?তাঁর ওয়াদাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?

9. আল্লাহ্‌ কি রহমত করতে ভুলে গেলেন?তিনি কি রাগে তাঁর মমতা বন্ধ করে দিলেন? [সেলা]

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 77