ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 72:7-19 Kitabul Mukkadas (MBCL)

7. তাঁর আমলে আল্লাহ্‌ভক্তেরা যেন প্রচুর দোয়া পায়;যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবনউন্নতিতে ভরে উঠুক।

8. তাঁর রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত,ফোরাত নদী থেকে দুনিয়ার শেষ পর্যন্ত হোক।

9. মরুভূমির লোকেরা তাঁর কাছে নত হোকআর তাঁর শত্রুরা তাঁকে পায়ে ধরে সালাম করুক।

10. তর্শীশ আর দ্বীপগুলোর বাদশাহ্‌রা তাঁকে খাজনা দিক;সাবা ও সবা দেশের বাদশাহ্‌রাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।

11. সমস্ত বাদশাহ্‌রা তাঁর কাছে মাথা নীচু করুকআর সমস্ত জাতি তাঁর সেবা করুক।

12. যে সব অভাবী, অত্যাচারিত ও অসহায় লোকেরাসাহায্যের জন্য কাঁদছে তাদের তিনি উদ্ধার করবেন।

13. অসহায় ও অভাবীদের তিনি দয়া করবেনআর অভাবীদের বাঁচাবেন।

14. জুলুম ও হামলার হাত থেকেতিনি তাদের প্রাণ রক্ষা করবেন;তাঁর চোখে তাদের রক্তের দাম অনেক।

15. তিনি অনেক দিন বেঁচে থাকুন;সাবা দেশের সোনা তাঁর কাছে আসুক।সব সময় তাঁর জন্য মুনাজাত হতে থাকুক;সারা দিন ধরে তাঁর উপর দোয়া ঝরে পড়ুক।

16. দেশে প্রচুর শস্যের ফলন হোক,তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক।ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্‌শন্‌ শব্দ উঠুক;শহর থেকে বেরিয়ে আসা লোকেরাযেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।

17. তাঁর সুনাম চিরকাল স্থায়ী হোক;সূর্য যতদিন আলো দেবেততদিন তাঁর সুনাম বহাল থাকুক।তাঁর মধ্য দিয়ে সমস্ত জাতি যেন দোয়া পায়;তারা তাঁকে ধন্য বলুক।

18. আল্লাহ্‌ মাবুদ, যিনি ইসরাইলের আল্লাহ্‌, তাঁর প্রশংসা হোক;কেবল তিনিই অলৌকিক চিহ্ন দেখান।

19. চিরকাল তাঁর মহিমাপূর্ণ নামের প্রশংসা হোক;সারা দুনিয়া তাঁর মহিমায় পূর্ণ হোক।আমিন, আমিন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 72