ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 7:1-8 Kitabul Mukkadas (MBCL)

1. হে আল্লাহ্‌, আমার মাবুদ,আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি।যারা আমার পিছনে তাড়া করে আসছেতাদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর,আমাকে রক্ষা কর।

2. তা না হলে সিংহের মত করে তারা আমাকে ছিঁড়ে ফেলবে;ওরা আমাকে টুকরা টুকরা করে ফেলবে,আমাকে বাঁচাবার কেউ থাকবে না।

3. হে আল্লাহ্‌, আমার মাবুদ,যদি আমি এমন কিছু করে থাকি,যদি অন্যায়ের কোন কলংক আমার হাতে লেগে থাকে,

4. যদি আমার বন্ধুর প্রতি অন্যায় করে থাকি,- যে বিনা কারণে আমার শত্রু হয়ে উঠেছিলআমি বরং তাকেও উদ্ধার করেছি-

5. তবে শত্রুরা তাড়া করে আমাকে ধরে ফেলুক;তারা আমাকে মাটিতে ফেলুক আর পায়ে মাড়াক,আমার সম্মান ধুলাতে মিশিয়ে দিক। [সেলা]

6. হে মাবুদ, রাগে তুমি উঠে দাঁড়াও,আমার শত্রুদের ক্রোধের বিরুদ্ধে হাত উঠাও।আমার জন্য তুমি ওঠো,কারণ তোমার ন্যায়বিচারের কথা তুমি ঘোষণা করেছ।

7. সমস্ত জাতির লোক তোমার চারপাশে জমায়েত হোক;তুমি বেহেশতে ফিরে গিয়ে আবার তাদের উপর রাজত্ব কর।

8. মাবুদই যেন তাদের বিচার করেন।হে মাবুদ, আমার ন্যায় কাজ ও সততা অনুসারেতুমি আমার বিচার কর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 7