ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 68:6-12 Kitabul Mukkadas (MBCL)

6. নিজের বলতে যার কেউ নেইতাকে তিনি নিজের পরিবারের লোক করে তোলেন;বন্দীদের তিনি মুক্ত করে উন্নতির মধ্যে নিয়ে যান,কিন্তু বিদ্রোহীরা রোদে পোড়া জমিতে বাস করে।

7. হে আল্লাহ্‌, তুমি যখন মরুভূমির মধ্য দিয়েতোমার বান্দাদের আগে আগে গিয়েছিলে, [সেলা]

8. তখন দুনিয়া কেঁপে উঠেছিল আর আকাশ বৃষ্টি ঢেলেছিল।এ সব হয়েছিল আল্লাহ্‌র সামনে,তুর পাহাড়ের সেই আল্লাহ্‌র সামনে,আল্লাহ্‌রই সামনে, ইসরাইলের আল্লাহ্‌র সামনে।

9. হে আল্লাহ্‌, তুমি প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিলে;শুকিয়ে ওঠা তোমার দেশকে তুমি সতেজ করে তুলেছিলে।

10. তোমার নিজের লোকেরা তার মধ্যে বাসস্থান করেছিল;তোমার মেহেরবানীর ইচ্ছায়, হে আল্লাহ্‌,তুমি তাদের অভাব মিটিয়েছিলে।

11. দীন-দুনিয়ার মালিক লোকদের হুকুম দেন;সুসংবাদ ঘোষণাকারী স্ত্রীলোকেরা সংখ্যায় অনেক।

12. ঐ স্ত্রীলোকেরা বলে,“সৈন্যদলের বাদশাহ্‌রা পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে,আর ঘরে থাকা স্ত্রীলোকেরা লুটের মাল ভাগ করে নিচ্ছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 68