ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 58:3-10 Kitabul Mukkadas (MBCL)

3. জন্ম থেকেই দুষ্টেরা বিপথে যায়;যারা মিথ্যা কথা বলে, জন্ম থেকেই তারা কুপথে থাকে।

4. সাপের বিষের মতই তাদের বিষ;তারা যেন বধির গোখরো সাপযে নিজেই কান বন্ধ করে রেখেছে।

5. সেই সাপ মন্ত্র-পড়া সাপুড়েদের স্বর শোনে না,তা সে যত ওস্তাদ সাপুড়েই হোক না কেন।

6. হে আল্লাহ্‌, তুমি দুষ্টদের দাঁততাদের মুখের মধ্যেই ভেংগে ফেল;হে মাবুদ, ঐ সব যুব সিংহদের ধারালো দাঁততুমি ভেংগে ফেল।

7. ব’য়ে যাওয়া পানির মতই তারা অদৃশ্য হয়ে যাক;তাদের ধনুকে টান দেওয়া তীরের ফলাগুলো ভেংগে পড়ুক।

8. শামুক যেমন চলতে চলতে অদৃশ্য হয়ে যায়তেমনি তারাও অদৃশ্য হয়ে যাক;তারা যেন মায়ের গর্ভে মৃত শিশুদের মত হয়যারা আলো দেখতে পায় না।

9. তোমাদের পাত্রে আগুনের আঁচ লাগবার আগেইশুকনা ও কাঁচা কাঁটার জ্বালানিগুলোতিনি ঝড়ে উড়িয়ে দেবেন।

10. তাদের উপরে প্রতিশোধ নেওয়া হলে আল্লাহ্‌ভক্তেরা খুশী হবে;তারা দুষ্টদের রক্তে পা ধোবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 58