ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 51:9-18 Kitabul Mukkadas (MBCL)

9. তুমি আমার গুনাহের দিকে চেয়ে দেখো না;আমার সমস্ত অন্যায় তুমি মাফ কর।

10. হে আল্লাহ্‌, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি কর;আমার মন আবার স্থির কর।

11. তোমার সামনে থেকে আমাকে দূর করে দিয়ো না;আমার মধ্য থেকে তোমার পাক-রূহ্‌কে নিয়ে যেয়ো না।

12. তোমার দেওয়া নাজাতের আনন্দ আমাকে আবার দাও;তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল কর।

13. তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারব,আর গুনাহ্‌গার লোকেরা ঘুরে তোমার দিকে ফিরবে।

14. হে আল্লাহ্‌, আমার নাজাতদাতা আল্লাহ্‌,খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও;তাতে আমার মুখ থেকে তোমার ন্যায্যতার কাওয়ালী বেরিয়ে আসবে।

15. হে মালিক, আমার মুখ খুলে দাও,আমি তোমার প্রশংসা প্রচার করব।

16. পশু-কোরবানীতে তো তুমি খুশী হও না, হলে আমি তা দিতাম;পোড়ানো-কোরবানীতেও তুমি সন্তুষ্ট হও না।

17. ভাংগাচোরা অন্তরই আল্লাহ্‌র কবুলের যোগ্য কোরবানী;হে আল্লাহ্‌, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না।

18. তোমার মেহেরবানীর ইচ্ছায় তুমি সিয়োনের উন্নতি কর;তুমি জেরুজালেমের দেয়াল তোলার কাজ চালিয়ে যাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 51