ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 50:5-12 Kitabul Mukkadas (MBCL)

5. তিনি বলছেন, “আমার সেই ভক্তদের আমার কাছে জমায়েত কর,যারা পশু-কোরবানীর মধ্য দিয়েআমার স্থাপন করা ব্যবস্থা গ্রহণ করেছে।”

6. আসমান তাঁর ন্যায়বিচারের কথা ঘোষণা করছে,কারণ আল্লাহ্‌ নিজেই বিচারক।

7. “হে আমার বান্দারা, শোন, আমি কথা বলছি;হে ইসরাইল, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি;আমি আল্লাহ্‌, তোমারই আল্লাহ্‌।

8. তোমার পশু-কোরবানী নিয়ে আমি তোমাকে দোষী করছি না;তোমার পোড়ানো-কোরবানী সব সময়ই তো আমার সামনে রয়েছে।

9. তোমার গোয়ালের কোন ষাঁড়ের আমার দরকার নেই,তোমার খোঁয়াড়ের ছাগলও নয়;

10. কারণ বনের সব প্রাণীই আমার,অসংখ্য পাহাড়ের উপরে ঘুরে বেড়ানো পশুও আমার।

11. এমন কি, পাহাড়ের সব পাখীও আমার জানা আছে,মাঠের সব প্রাণীও আমার।

12. আমার খিদে পেলেও আমি তোমাকে বলতাম না,কারণ দুনিয়া আমারআর তার মধ্যে যা কিছু আছে সবই আমার।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 50