ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 39:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. আমি বললাম, “আমার চলার পথ সম্বন্ধেআমি সাবধান থাকব,যেন জিভ্‌ দিয়ে আমি গুনাহ্‌ না করি;যতক্ষণ দুষ্টেরা আমার সামনে থাকবেততক্ষণ আমার মুখে আমি জাল্‌তি বেঁধে রাখব।”

2. কিন্তু যেই আমি মুখ বন্ধ করে চুপ করে রইলাম,যা ভাল তা-ও বললাম না,অমনি আমার মনের কষ্ট বেড়ে গেল।

3. আমার অন্তরে যেন জ্বালা ধরে গেল;আমি যখন মনে মনে কথা বলতে লাগলামতখন যেন আগুন জ্বলতে লাগল।তারপর আমি বললাম,

4. “হে মাবুদ, কখন আমার জীবন শেষ হবে?আমি আর কতকাল বেঁচে থাকব তা আমাকে জানাও;আমার জীবন যে কত অল্প দিনের তা আমাকে বুঝতে দাও।

5. তুমি আমার আয়ু মাত্র চার আংগুলের সমান করেছ;তোমার চোখে আমার জীবনকাল কিছুই না।মানুষ তার পরিপূর্ণ অবস্থাতেওমাত্র একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়। [সেলা]

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 39