ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 38:7-16 Kitabul Mukkadas (MBCL)

7. আমার কোমরে জ্বালাময় ব্যথা হয়েছে,আমার শরীর স্বাস্থ্যহীন।

8. আমি দুর্বল হয়ে গেছি, একেবারে ভেংগে পড়েছি,দিলের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি।

9. হে মালিক, আমার সমস্ত কামনা-বাসনা তোমার জানা আছে;আমার দীর্ঘনিঃশ্বাস তোমার কাছ থেকে লুকানো নেই।

10. আমার বুক ধুক্‌ধুক্‌ করছে, আমার শক্তি চলে গেছে,এমন কি, আমার চোখও আঁধার হয়ে গেছে।

11. আমার এই অবস্থা দেখে বন্ধু-বান্ধব ও সংগীরাআমার কাছ থেকে দূরে দূরে থাকে,এমন কি, আমার আত্মীয়-স্বজনেরাও দূরে সরে থাকে।

12. আমাকে যারা হত্যা করতে চায়তারা আমার জন্য ফাঁদ পেতেছে;যারা আমার ক্ষতি করতে চায়তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়;সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে।

13. আমি যেন বধির হয়ে গেছি, কিছুই শুনি না;যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না।

14. যে শোনে না আর যার মুখে কোন আপত্তি নেই,আমি তার মতই হয়েছি।

15. হে মাবুদ, আমি তোমার দিকে চেয়ে আছি;হে আল্লাহ্‌, আমার মালিক, আমার জবাব তুমিই দেবে;

16. কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্‌লে যাবেতখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না,আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 38