ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 34:8-18 Kitabul Mukkadas (MBCL)

8. স্বাদ নিয়ে দেখ মাবুদ মেহেরবান;ধন্য সেই লোক, যে তাঁর মধ্যে আশ্রয় নেয়।

9. হে মাবুদের বান্দারা, তোমরা তাঁকে ভয় কর,কারণ যারা তাঁকে ভয় করেতাদের কোন কিছুরই অভাব হয় না।

10. যুব সিংহদের খাবারের অভাব হয়,তারা ক্ষুধায় কষ্ট পায়;কিন্তু যারা মাবুদের ইচ্ছামত চলেতাদের ভাল জিনিসের অভাব হয় না।

11. ছেলেমেয়েরা, এস, আমার কথা শোন;আমি তোমাদের শিখাব কি করে মাবুদকে ভয় করতে হয়।

12. তোমাদের মধ্যে কে এই জীবন ভোগ করতে চায়?সুখভোগ করার জন্য কে অনেক দিন বেঁচে থাকতে চায়?

13. তাহলে সে জিভ্‌ দিয়ে খারাপ কথা না বলুক,আর ঠোঁট দিয়ে ছলনার কথা বের না করুক।

14. খারাপ কাজ থেকে দূরে থাক, ভাল কাজ কর;শান্তির জন্য আগ্রহী হও আর তার পিছু ছেড়ো না।

15. যারা ন্যায়ের পথে চলে তাদের উপরে মাবুদের চোখ আছে;তাদের ডাক শোনার জন্য তাঁর কান খোলাই রয়েছে।

16. যারা খারাপ কাজ করে মাবুদ তাদের বিরুদ্ধে দাঁড়ান,যাতে দুনিয়ার বুক থেকে তাদের নাম মুছে যায়।

17. যারা ন্যায় কাজ করে মাবুদ তাদের ফরিয়াদ শোনেন;সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন।

18. যাদের মন ভেংগে গেছে মাবুদ তাদের কাছে থাকেন;যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 34