ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 34:7-11 Kitabul Mukkadas (MBCL)

7. যারা মাবুদকে ভয় করেমাবুদের ফেরেশতা তাদের চারপাশে ছাউনি ফেলেনআর তাদের রক্ষা করেন।

8. স্বাদ নিয়ে দেখ মাবুদ মেহেরবান;ধন্য সেই লোক, যে তাঁর মধ্যে আশ্রয় নেয়।

9. হে মাবুদের বান্দারা, তোমরা তাঁকে ভয় কর,কারণ যারা তাঁকে ভয় করেতাদের কোন কিছুরই অভাব হয় না।

10. যুব সিংহদের খাবারের অভাব হয়,তারা ক্ষুধায় কষ্ট পায়;কিন্তু যারা মাবুদের ইচ্ছামত চলেতাদের ভাল জিনিসের অভাব হয় না।

11. ছেলেমেয়েরা, এস, আমার কথা শোন;আমি তোমাদের শিখাব কি করে মাবুদকে ভয় করতে হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 34