ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 34:1-11 Kitabul Mukkadas (MBCL)

1. আমি সব সময় মাবুদের প্রশংসা করব;আমার মুখে তাঁর গুণগান লেগেই থাকবে।

2. আমি মাবুদকে নিয়ে গর্ব করব;তা শুনে দুঃখীরা আনন্দ পাবে।

3. তোমরা আমার সংগে মাবুদের মহিমার কথা বল;এস, আমরা একসংগে তাঁর প্রশংসা করি।

4. আমি মাবুদকে ডাকলাম,তিনি আমার ডাকে সাড়া দিলেন;আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন।

5. লোকে তাঁর দিকে যখন ঈমানের চোখে চায়তখন তাদের মুখ নূরানী হয়ে ওঠে;তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না।

6. এই হতভাগা মাবুদকে ডাকল;তিনি তার ডাকে সাড়া দিলেনআর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন।

7. যারা মাবুদকে ভয় করেমাবুদের ফেরেশতা তাদের চারপাশে ছাউনি ফেলেনআর তাদের রক্ষা করেন।

8. স্বাদ নিয়ে দেখ মাবুদ মেহেরবান;ধন্য সেই লোক, যে তাঁর মধ্যে আশ্রয় নেয়।

9. হে মাবুদের বান্দারা, তোমরা তাঁকে ভয় কর,কারণ যারা তাঁকে ভয় করেতাদের কোন কিছুরই অভাব হয় না।

10. যুব সিংহদের খাবারের অভাব হয়,তারা ক্ষুধায় কষ্ট পায়;কিন্তু যারা মাবুদের ইচ্ছামত চলেতাদের ভাল জিনিসের অভাব হয় না।

11. ছেলেমেয়েরা, এস, আমার কথা শোন;আমি তোমাদের শিখাব কি করে মাবুদকে ভয় করতে হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 34