ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 32:1-6 Kitabul Mukkadas (MBCL)

1. ধন্য সেই লোক, যার আল্লাহ্‌র প্রতি বিদ্রোহ মাফ করা হয়েছে,যার গুনাহ্‌ ঢাকা দেওয়া হয়েছে।

2. ধন্য সেই লোক, যার অন্যায় মাবুদ মাফ করেছেনআর যার অন্তরে কোন ছলনা নেই।

3. আমি যখন গুনাহ্‌ স্বীকার করি নিতখন সারা দিন কোঁকাতে কোঁকাতেআমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছিল;

4. কারণ তখন দিনরাত আমার উপরেতোমার হাতের চাপ ভারী ছিল;গরমকালের গরমে যেমন হয়তেমনি করে আমার গায়ের শক্তি কমে যাচ্ছিল। [সেলা]

5. তখন আমার গুনাহ্‌ আমি তোমার কাছে স্বীকার করলাম,আমার অন্যায় আমি আর ঢেকে রাখলাম না।আমি বলেছিলাম, “আমার বিদ্রোহের কথাআমি মাবুদের কাছে স্বীকার করব।”তাই গুনাহের দরুন আমার দোষ তুমি মাফ করে দিলে। [সেলা]

6. কাজেই যতদিন সুযোগ আছেততদিন তোমার ভক্তেরা তোমার কাছে মুনাজাত করুক;সত্যিই, বিপদ যখন বন্যার পানির মত হয়ে দেখা দেবেতখন তা তাদের কাছে আসবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 32