ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 31:6-9 Kitabul Mukkadas (MBCL)

6. যারা অসার মূর্তিকে ভক্তি করে আমি তাদের ঘৃণা করি;কিন্তু আমি মাবুদের উপর ভরসা করি।

7. তোমার অটল মহব্বত পেয়েছি বলেআমি আনন্দ করব, খুশী হব;কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ,আর আমার কষ্টের কথা জান।

8. তুমি শত্রুদের হাতে আমাকে আট্‌কে রাখ নি,বরং একটা খোলা জায়গায় আমাকে দাঁড় করিয়েছ।

9. হে মাবুদ, আমাকে রহমত দান কর,কারণ আমি কষ্টের মধ্যে আছি;দুঃখে আমার চোখ ও আমার দেহ-মন দুর্বল হয়ে পড়ছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 31