ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 29:7-10 Kitabul Mukkadas (MBCL)

7. মাবুদের গলার আওয়াজে আকাশে বিদ্যুতের ঝলক সৃষ্টি হয়।

8. সেই আওয়াজে মরুভূমি কেঁপে ওঠে;মাবুদ কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলেন।

9. তাঁর গলার আওয়াজে হরিণীরা বাচ্চা দেয়আর বনের ডাল ও পাতা পড়ে যায়;তাঁর বাসস্থানে সবার মুখে রয়েছে, “তিনি গৌরবময়।”

10. মহাবন্যার পানি মাবুদের অধীনে ছিল;তিনি চিরকালের বাদশাহ্‌, তিনি সিংহাসনে আছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 29