ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 26:1-7 Kitabul Mukkadas (MBCL)

1. হে মাবুদ, আমি যে ন্যায়পথে আছিতা তুমি দেখিয়ে দাও,কারণ আমি সৎ ভাবে চলি;আমি স্থিরভাবে মাবুদের উপর ভরসা করি।

2. হে মাবুদ, তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ কর;আমাকে পরীক্ষা করে দেখ,আর আমার অন্তর ও মনের খাদ বের করে ফেল;

3. কারণ সব সময় তোমার অটল মহব্বতআমার চোখের সামনে রয়েছে;তোমার বিশ্বস্ততার কথা মনে রেখে আমি চলাফেরা করি।

4. আমি ঠগদের সংগে থাকি না,আর ভণ্ডদের সংগে ওঠা-বসা করি না।

5. যারা খারাপ কাজ করেতাদের দলকে আমি ঘৃণা করি;আমি দুষ্টদের সংগে বসতে রাজী নই।

6. হে মাবুদ, আমি নির্দোষ অবস্থায় হাত ধুয়ে ফেলবআর তোমার কোরবানগাহের চারপাশে ঘুরে আসব,

7. যাতে চিৎকার করে আমি তোমাকে শুকরিয়া জানাতে পারি,আর তোমার সমস্ত অলৌকিক কাজের কথা বলতে পারি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 26