ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 23:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. মাবুদ আমার পালক,আমার অভাব নেই।

2. তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান,শান্ত পানির ধারেও আমাকে নিয়ে যান।

3. তিনি আমাকে নতুন শক্তি দেন;তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান।

4. ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেওআমি বিপদের ভয় করব না,কারণ তুমিই আমার সংগে আছ;তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়।

5. শত্রুদের মধ্যে তুমি আমার সামনেখাবারে সাজানো টেবিল রেখে থাক;আমার মাথায় দাও তেল;আমার পেয়ালা উপ্‌চে পড়ে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 23