ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 22:17-29 Kitabul Mukkadas (MBCL)

17. আমার হাড়গুলো আমি গুণতে পারি;সেই লোকেরা আমাকে হাঁ করে দেখছেআর আমার দিকে তাকিয়ে আছে।

18. নিজেদের মধ্যে তারা আমার কাপড়-চোপড় ভাগ করছেআর আমার কোর্তার জন্য গুলিবাঁট করছে।

19. কিন্তু তুমি, হে মাবুদ, দূরে থেকো না;হে আমার শক্তি,আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এগিয়ে এস।

20. তলোয়ারের মুখ থেকে আমার প্রাণ,ঐ সব কুকুরদের থাবা থেকে আমার বহুমূল্য জীবন তুমি রক্ষা কর।

21. ঐ সব সিংহের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার কর।তুমি ঐ সব বুনো ষাঁড়ের শিংয়ের হাত থেকেআমাকে রক্ষা করলে।

22. ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করবআর সমাজের মধ্যে তোমার গুণগান করব।

23. তোমরা যারা মাবুদকে ভয় কর, তোমরা তাঁর প্রশংসা কর।ইয়াকুবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও।ইসরাইলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁর এবাদত কর।

24. দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিংবা অগ্রাহ্য করেন নি;তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি,বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন।

25. বড় সভার মধ্যে আমার যে প্রশংসাতা তোমার কাছ থেকেই আসে;তোমার উপর যাদের ভয় আছেতাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব।

26. নম্র লোকেরা খেয়ে তৃপ্ত হবে;যারা মাবুদের ইচ্ছামত চলে তারা তাঁর প্রশংসা করবে।তারা চিরকাল জীবিত থাকুক।

27. দুনিয়ার শেষ সীমার লোকেরাও তওবা করেমাবুদের কাছে আসবে;অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাঁকে সেজদা করবে।

28. জ্বী, রাজ্য মাবুদেরই;সব জাতির উপরে তিনিই বাদশাহ্‌।

29. দুনিয়ার ধনী লোকেরাও তখন তাঁর সামনে খাওয়া-দাওয়া করবেআর তাঁর এবাদত করবে;নিজের প্রাণ বাঁচাবার ক্ষমতা নেই বলে যাদের এক পা কবরে,তারাও তাঁকে সেজদা করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 22