ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 22:1-7 Kitabul Mukkadas (MBCL)

1. আল্লাহ্‌ আমার, আল্লাহ্‌ আমার,কেন তুমি আমাকে ত্যাগ করেছ?আমাকে রক্ষা না করে,আমার কান্না-ভরা মুনাজাত না শুনে,কেন তুমি দূরে সরে রয়েছ?

2. হে আমার আল্লাহ্‌, দিনের বেলায় আমি তোমাকে ডাকি,কিন্তু তুমি জবাব দাও না;রাতেও আমি চুপ করে থাকি না।

3. কিন্তু তুমি পবিত্র;বনি-ইসরাইলদের প্রশংসার সিংহাসনে তুমি বসে আছ।

4. তোমার উপরেই ভরসা করতেন আমার পূর্বপুরুষেরা;তাঁরা ভরসা করতেন, আর তুমি তাঁদের রক্ষা করতে।

5. তাঁরা তোমার কাছে কাঁদতেন আর রক্ষা পেতেন;তোমার উপর ভরসা করে তাঁরা লজ্জায় পড়তেন না।

6. কিন্তু আমি তো কেবল একটা পোকা, মানুষ নই;লোকে আমাকে টিট্‌কারি দেয়আর মানুষ আমাকে তুচ্ছ করে।

7. যারা আমাকে দেখে তারা সবাই আমাকে ঠাট্টা করে।তারা আমাকে মুখ ভেংগায়, আর মাথা নেড়ে বলে,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 22