ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 19:1-9 Kitabul Mukkadas (MBCL)

1. আসমান আল্লাহ্‌র মহিমা ঘোষণা করছে,আর আকাশ তুলে ধরছে তাঁর হাতের কাজ।

2. দিনের পর দিন তাদের ভিতর থেকে বাণী বেরিয়ে আসে,আর রাতের পর রাত তারা ঘোষণা করে জ্ঞান।

3. কিন্তু তাতে কোন শব্দ নেই, কোন ভাষা নেই,তাদের আওয়াজও কানে শোনা যায় না;

4. তবুও তাদের ডাক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে;তাদের কথা ছড়িয়ে পড়ছে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত।আসমানে সূর্যের জন্য তিনি একটা তাম্বু খাটিয়েছেন;

5. সে বরের মত করে বাসর-ঘর থেকে বেরিয়ে আসে,নির্দিষ্ট পথে দৌড়াবে বলে খেলোয়াড়-বীরের মতখুশী হয়ে ওঠে;

6. সে আসমানের এক দিক থেকে ওঠে আর ঘুরে অন্য দিকে যায়;তার তাপ থেকে কিছুই রেহাই পায় না।

7. মাবুদের নির্দেশে কোন খুঁত নেই,তা মানুষকে জাগিয়ে তোলে।মাবুদের কালাম নির্ভরযোগ্য,তা সরলমনা লোককে জ্ঞান দেয়।

8. মাবুদের সমস্ত নিয়ম সোজা পথে চালায়আর অন্তরে দেয় আনন্দ।মাবুদের হুকুম খাঁটি,তা দিলকে সতেজ করে।

9. মাবুদের প্রতি যে ভয়,তা পবিত্রতায় ভরা আর চিরকাল স্থায়ী।মাবুদের শরীয়ত সত্য,তাতে অন্যায় কিছু নেই।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 19