ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 18:37-40 Kitabul Mukkadas (MBCL)

37. আমার শত্রুদের তাড়া করে আমি ধরে ফেলেছি;তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরি নি।

38. আমি তাদের চুরমার করে দিয়েছি,যাতে তারা আর উঠতে না পারে;তারা আমার পায়ের তলায় পড়েছে।

39. তুমিই আমার কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ,আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ।

40. আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ;যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 18