ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 18:31-34 Kitabul Mukkadas (MBCL)

31. একমাত্র আল্লাহ্‌ ছাড়া আর মাবুদ কে?আমাদের আল্লাহ্‌ ছাড়া আর কি কেউ আশ্রয়-পাহাড় আছে?

32. আল্লাহ্‌ আমার কোমরে শক্তি দিয়েছেনআর নিখুঁত করেছেন আমার চলার পথ।

33. তিনি আমাকে হরিণীর মত করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন;উঁচু উঁচু জায়গায় তিনিই আমাকে দাঁড় করিয়েছেন।

34. তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে,তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 18