ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 147:2-8 Kitabul Mukkadas (MBCL)

2. মাবুদই জেরুজালেমকে গড়ে তোলেন;দূর করে দেওয়া বনি-ইসরাইলদের তিনিই জমায়েত করেন।

3. যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন;তাদের সব আঘাত তিনিই বেঁধে দেন।

4. তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন,তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।

5. আমাদের মালিক মহান, তাঁর কুদরত প্রচুর;তাঁর জ্ঞান বুদ্ধির সীমা নেই।

6. মাবুদ নম্র লোকদের ধরে রাখেন,কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন।

7. তোমরা মাবুদের উদ্দেশে শুকরিয়ার কাওয়ালী গাও;বীণা বাজিয়ে আমাদের আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও।

8. তিনি আকাশ মেঘে ঢাকেন;তিনি দুনিয়ার জন্য বৃষ্টির ব্যবস্থা করেনআর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 147