ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 145:1-13 Kitabul Mukkadas (MBCL)

1. হে আমার আল্লাহ্‌, হে বাদশাহ্‌, আমি তোমার গুণগান করব;আমি চিরকাল তোমার প্রশংসা করব।

2. প্রতিদিন আমি তোমার প্রশংসা করব;চিরকাল তোমার গৌরব করব।

3. মাবুদ মহান আর সব চেয়ে বেশী প্রশংসার যোগ্য;কেউ তাঁর মহত্ব বুঝে উঠতে পারে না।

4. এক বংশের লোকেরা তার পরের বংশের লোকদের কাছেতোমার কাজের গুণগান করবে;তারা তোমার শক্তিশালী কাজের কথা ঘোষণা করবে।

5. আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমকআর তোমার অলৌকিক চিহ্ন সম্বন্ধে ধ্যান করব।

6. লোকে তোমার ভয়-জাগানো কুদরতি কাজের কথা বলবে,আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব।

7. তুমি যে তাদের প্রচুর মেহেরবানী করেছ তা তারা বলে বেড়াবে,তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে কাওয়ালী গাইবে।

8. মাবুদ দয়াময় ও মমতায় পূর্ণ;তিনি সহজে রেগে উঠেন না এবং তাঁর অটল মহব্বতের সীমা নেই।

9. মাবুদ সকলের জন্যই মেহেরবান;তাঁর সৃষ্ট সব কিছুর উপরে তাঁর মমতা রয়েছে।

10. হে মাবুদ, তুমি যা কিছু সৃষ্টি করেছসে সবই তোমাকে শুকরিয়া জানাবে;তোমার ভক্তেরা তোমার প্রশংসা করবে।

11. তারা তোমার রাজ্যের গৌরবের কথাআর তোমার কুদরতীর কথা বলবে;

12. যাতে সব মানুষ তোমার কুদরতী-কাজের কথা জানতে পারে,আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা।

13. তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য;তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 145