ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 139:12-18 Kitabul Mukkadas (MBCL)

12. কারণ সেই অন্ধকার তো তোমার কাছে অন্ধকার নয়।রাত দিনের মতই আলোময়;তোমার কাছে অন্ধকার আর আলো দুই-ই সমান।

13. তুমিই আমার অন্তর সৃষ্টি করেছ;মায়ের গর্ভে তুমিই আমার শরীরের অংশগুলো একসংগে বুনেছ।

14. আমি তোমার প্রশংসা করি,কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া;আশ্চর্য তোমার সব কাজ,আমি তা ভাল করেই জানি।

15. যখন আমাকে গোপন স্থানে গড়ে তোলা হচ্ছিল,মায়ের গর্ভে যখন আমার শরীর নিপুণ ভাবে গেঁথে তোলা হচ্ছিল,তখন আমার গড়ন তোমার কাছে লুকানো ছিল না।

16. তোমার চোখ আমার গড়ে-না-ওঠা শরীর দেখেছে।আমার জন্য ঠিক করে রাখা দিনগুলো যখন শুরু হয় নি,তখন তোমার বইয়ে সেগুলোর বিষয় সবই লেখা ছিল।

17. হে আল্লাহ্‌, তোমার এই সব পরিকল্পনা আমার কাছে কত দামী!সেগুলো অসংখ্য।

18. যদি সেগুলো আমি গুণি তবে তার সংখ্যাবালুকণার চেয়েও বেশী।আমি যখন জেগে উঠি তখনও আমি তোমার কাছেই থাকি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 139