ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 132:1-10 Kitabul Mukkadas (MBCL)

1. হে মাবুদ, তুমি দাউদের সমস্ত কষ্টের কথা মনে করে দেখ।

2. তিনি তো মাবুদের কাছে কসম খেয়েছিলেন,ইয়াকুবের সেই শক্তিশালী আল্লাহ্‌র কাছেএই ওয়াদা করেছিলেন,

3. “আমার ঘরে আমি ঢুকব না,কিংবা বিছানাতেও শোব না;

4. আমার চোখে ঘুম আসতে দেব না,চোখের পাতায় তন্দ্রা নামতে দেব না;

5. যতক্ষণ না মাবুদের জন্য একটা জায়গা খুঁজে পাই,ইয়াকুবের সেই শক্তিশালী আল্লাহ্‌র জন্যএকটা বাসস্থান খুঁজে পাই।”

6. আমরা ইফ্রাথা থেকে সাক্ষ্য-সিন্দুকের খবর শুনেছিলাম,যায়ারের মাঠে সেটা পেয়েছিলাম;

7. চল, আমরা তাঁর বাসস্থানে যাই,তাঁর পা-দানিতে সেজদা করি।

8. হে মাবুদ, ওঠো, তোমার বিশ্রামের জায়গায় এস;তুমি এস, আর তোমার কুদরতের সিন্দুক আসুক।

9. তোমার ইমামেরা ন্যায়ের পোশাক পরুক,আর তোমার ভক্তেরা আনন্দে কাওয়ালী করুক।

10. তোমার গোলাম দাউদের দরুন তোমার অভিষিক্ত বান্দার মুনাজাততুমি ফিরিয়ে দিয়ো না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 132