ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 119:54-68 Kitabul Mukkadas (MBCL)

54. আমি যতদিন এই দুনিয়ার বাসিন্দা হয়ে আছিততদিন তোমার নিয়মগুলোই হবে আমার কাওয়ালীর বিষয়।

55. হে মাবুদ, আমি তোমার নির্দেশ মেনে চলি,আর রাতে তোমার কথা মনে করি।এটাই আমার অভ্যাস যে,

56. আমি তোমার নিয়ম-কানুন মেনে চলি।

57. হে মাবুদ, তুমি আমার সম্পত্তি;আমি তোমার কথা মেনে চলার জন্য ওয়াদা করেছি।

58. আমি মনেপ্রাণে তোমার রহমত চেয়েছি;তোমার কালাম অনুসারে তুমি আমার প্রতি রহমত কর।

59. আমার চলাফেরার বিষয় আমি চিন্তা করে দেখেছি,সেজন্য তোমার কালামের দিকে আমার পা ফিরিয়েছি।

60. তুমি যে সব হুকুম দিয়েছ তা আমি তাড়াতাড়ি পালন করেছি,দেরি করি নি।

61. দুষ্ট লোকদের দড়িতে আমি বাঁধা পড়েছি,কিন্তু আমি তোমার নির্দেশ ভুলে যাই নি।

62. তোমার ন্যায়পূর্ণ শরীয়তের জন্য শুকরিয়া জানাতেআমি দুপুর রাতে উঠি।

63. যারা তোমাকে ভয় করে ও তোমার নিয়ম-কানুন পালন করেআমি তাদের সকলের সংগী।

64. হে মাবুদ, দুনিয়া তোমার অটল মহব্বতে পূর্ণ;তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।

65. হে মাবুদ, তোমার কালাম অনুসারেতোমার এই গোলামের তুমি মেহেরবানী করেছ।

66. আমার যাতে ভাল বিচারবুদ্ধি ও জ্ঞান হয়সেজন্য তুমি আমাকে শিক্ষা দাও;তোমার সব হুকুমের উপর আমি ভরসা করি।

67. কষ্ট পাবার আগে আমি বিপথে ছিলাম,কিন্তু এখন আমি তোমার কালামের বাধ্য হয়েছি।

68. তুমি মেহেরবান আর মেহেরবানীই করে থাক;তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 119