ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 119:140-159 Kitabul Mukkadas (MBCL)

140. তোমার কালাম একেবারে খাঁটি বলে প্রমাণিত হয়েছে,তাই তোমার এই গোলাম তা ভালবাসে।

141. যদিও আমি সামান্য ও তুচ্ছ,তবুও আমি তোমার নিয়ম-কানুন ভুলে যাই না।

142. তোমার ন্যায্যতা চিরকাল স্থায়ী,আর তোমার সমস্ত নির্দেশ সত্য।

143. কষ্ট ও যন্ত্রণা আমার উপর এসে পড়েছে,কিন্তু তোমার সব হুকুমেই আমি আনন্দ পাই।

144. তোমার সব কথা চিরকাল ন্যায়ে পূর্ণ;আমাকে তা বুঝবার শক্তি দাও যেন আমি বেঁচে থাকতে পারি।

145. আমার সমস্ত দিল দিয়ে আমি তোমাকে ডাকছি;হে মাবুদ, আমাকে জবাব দাও।আমি তোমার সব নিয়ম পালন করব।

146. আমি তোমাকেই ডাকছি, আমাকে উদ্ধার কর;আমি তোমার সব কথা পালন করব।

147. ভোর হওয়ার আগেই আমি উঠে সাহায্যের জন্য কাঁদি;তোমার ওয়াদার উপর আমি ভরসা করে আছি।

148. রাত শেষ হবার আগেই আমার চোখ খুলে যায়,যেন তোমার সব ওয়াদা নিয়ে আমি ধ্যান করতে পারি।

149. তোমার অটল মহব্বত অনুসারে তুমি আমার কথা শোন;হে মাবুদ, তোমার শরীয়ত অনুসারেতুমি আমাকে নতুন শক্তি দাও।

150. যারা খারাপ কাজ করে তারা কাছে এসে পড়েছে;তারা তোমার নির্দেশ থেকে অনেক দূরে থাকে।

151. কিন্তু হে মাবুদ, তুমি তো কাছেই আছ,আর তোমার সমস্ত হুকুম সত্য।

152. তোমার কালাম থেকে অনেক আগেই আমি জেনেছি যে,তুমি চিরকালের জন্য তা স্থির করেছ।

153. আমার দুর্দশার দিকে তাকাও, আমাকে রক্ষা কর,কারণ আমি তোমার নির্দেশ ভুলে যাই নি।

154. আমার পক্ষ হয়ে কথা বল,আর আমি যে নির্দোষ তা প্রমাণ কর;তোমার ওয়াদা অনুসারে আমাকে নতুন শক্তি দাও।

155. দুষ্ট লোকদের কাছ থেকে উদ্ধার অনেক দূরে রয়েছে,কারণ তারা তোমার নিয়মের দিকে মনোযোগ দেয় না।

156. হে মাবুদ, তোমার মমতা অনেক বেশী;তোমার শরীয়ত অনুসারে আমাকে নতুন শক্তি দাও।

157. আমার শত্রুরা ও জুলুমবাজ লোকেরা সংখ্যায় অনেক,কিন্তু আমি তোমার কালাম থেকে সরে যাই নি।

158. বেঈমানদের দেখে আমার ঘৃণা লাগে,কারণ তারা তোমার কালাম অনুসারে চলে না।

159. দেখ, আমি তোমার নিয়ম-কানুন কেমন ভালবাসি!হে মাবুদ, তোমার অটল মহব্বত অনুসারেআমাকে নতুন শক্তি দাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 119