ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 119:126-133 Kitabul Mukkadas (MBCL)

126. হে মাবুদ, এখন তোমার কাজে নামার সময় হয়েছে;লোকে তো তোমার নির্দেশ অমান্য করেছে।

127. সেইজন্য আমি তোমার সমস্ত হুকুমসোনার চেয়ে, খাঁটি সোনার চেয়েও ভালবাসি।

128. তোমার সমস্ত নিয়ম-কানুন আমি ঠিক বলে মনে করি,আর সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।

129. তোমার সমস্ত কথা চমৎকার,সেইজন্যই আমি তা পালন করে থাকি।

130. তোমার কালাম প্রকাশিত হলে তা আলো দান করে;তা সরলমনা লোকদের বুঝবার শক্তি দেয়।

131. তোমার হুকুম পাবার জন্য আমি আকুল হয়ে ছিলাম,যেন আমি মুখ খুলে হাঁপাচ্ছিলাম।

132. যারা তোমাকে মহব্বত করে তাদের প্রতি তুমি যেমন করে থাক,তেমনি করে তুমি আমার দিকে ফেরো ও আমার প্রতি রহমত কর।

133. তোমার কালাম অনুসারে ঠিক পথে চলবার জন্যতুমি আমার পা স্থির কর;কোন অন্যায় যেন আমার উপরে কর্তৃত্ব না করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 119