ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 119:122-131 Kitabul Mukkadas (MBCL)

122. তোমার এই গোলামের উপকারের ভার তুমি নাও;অহংকারীদের আমাকে জুলুম করতে দিয়ো না।

123. তোমার সততা অনুসারে তুমি যে ওয়াদা করেছ তা পূর্ণ হবারএবং তোমার দেওয়া উদ্ধার পাবার অপেক্ষায় থেকেআমার চোখ দুর্বল হয়ে পড়েছে।

124. তোমার এই গোলামের সংগে তোমার অটল মহব্বত অনুসারেব্যবহার কর,আর তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।

125. আমি তোমার গোলাম;আমাকে বুঝবার শক্তি দাওযাতে আমি তোমার কথা বুঝতে পারি।

126. হে মাবুদ, এখন তোমার কাজে নামার সময় হয়েছে;লোকে তো তোমার নির্দেশ অমান্য করেছে।

127. সেইজন্য আমি তোমার সমস্ত হুকুমসোনার চেয়ে, খাঁটি সোনার চেয়েও ভালবাসি।

128. তোমার সমস্ত নিয়ম-কানুন আমি ঠিক বলে মনে করি,আর সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।

129. তোমার সমস্ত কথা চমৎকার,সেইজন্যই আমি তা পালন করে থাকি।

130. তোমার কালাম প্রকাশিত হলে তা আলো দান করে;তা সরলমনা লোকদের বুঝবার শক্তি দেয়।

131. তোমার হুকুম পাবার জন্য আমি আকুল হয়ে ছিলাম,যেন আমি মুখ খুলে হাঁপাচ্ছিলাম।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 119