ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 119:111-126 Kitabul Mukkadas (MBCL)

111. তোমার কালাম আমার চিরকালের সম্পত্তি;তা আমার অন্তরের আনন্দ।

112. সব সময়, এমন কি, শেষ পর্যন্ততোমার নিয়ম পালন করার জন্যআমার অন্তরকে আমি স্থির করেছি।

113. দু’মনা লোকদের আমি পছন্দ করি না,কিন্তু তোমার নির্দেশ আমি ভালবাসি।

114. তুমিই আমার আশ্রয় ও আমার ঢাল;তোমার কালামের উপরেই আমি আশা রেখেছি।

115. তোমরা যারা খারাপ কাজ কর,তোমরা আমার কাছ থেকে দূর হও,যাতে আমার আল্লাহ্‌র হুকুম আমি পালন করতে পারি।

116. তোমার ওয়াদা অনুসারে তুমি আমাকে ধরে রাখ,তাতে আমি বেঁচে থাকব;তোমার উপর আমার যে আশা আছেসেই বিষয়ে তুমি আমাকে লজ্জিত হতে দিয়ো না।

117. আমাকে ধর, তাহলে আমি রক্ষা পাব,আর তোমার নিয়ম আমি সব সময় মেনে চলব।

118. তোমার নিয়ম থেকে যারা দূরে চলে যায়তাদের তুমি অগ্রাহ্য করেছ,কারণ তাদের ভান করা নিষ্ফল।

119. দুনিয়ার সব দুষ্টদের তুমি ময়লার মত দূর করে দিয়ে থাক,সেইজন্যই তো তোমার সব কথা আমি ভালবাসি।

120. তোমার ভয়ে আমার গায়ে কাঁটা দেয়;তোমার শরীয়তের দরুন আমি ভয়ে পূর্ণ হই।

121. আমি ন্যায়বিচার ও ন্যায় কাজ করেছি;যারা আমাকে জুলুম করে তাদের হাতেতুমি আমাকে ছেড়ে দিয়ো না।

122. তোমার এই গোলামের উপকারের ভার তুমি নাও;অহংকারীদের আমাকে জুলুম করতে দিয়ো না।

123. তোমার সততা অনুসারে তুমি যে ওয়াদা করেছ তা পূর্ণ হবারএবং তোমার দেওয়া উদ্ধার পাবার অপেক্ষায় থেকেআমার চোখ দুর্বল হয়ে পড়েছে।

124. তোমার এই গোলামের সংগে তোমার অটল মহব্বত অনুসারেব্যবহার কর,আর তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।

125. আমি তোমার গোলাম;আমাকে বুঝবার শক্তি দাওযাতে আমি তোমার কথা বুঝতে পারি।

126. হে মাবুদ, এখন তোমার কাজে নামার সময় হয়েছে;লোকে তো তোমার নির্দেশ অমান্য করেছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 119