ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 118:8-21 Kitabul Mukkadas (MBCL)

8. মানুষের উপরে নির্ভর করার চেয়েমাবুদের মধ্যে আশ্রয় নেওয়া ভাল।

9. উঁচু পদের লোকদের উপরে ভরসা করার চেয়েমাবুদের মধ্যে আশ্রয় নেওয়া ভাল।

10. সমস্ত জাতি আমাকে ঘিরে ধরেছে,কিন্তু মাবুদের নামে আমি তাদের শেষ করে দেব।

11. তারা আমাকে ঘিরে ধরেছে,সত্যিই তারা আমাকে ঘিরে ধরেছে,কিন্তু মাবুদের নামে আমি তাদের শেষ করে দেব।

12. মৌমাছির মত তারা আমাকে ঘিরে ধরেছে;কাঁটা-ঝোপের আগুনের মতই তাড়াতাড়ি তারা নিভে গেছে।মাবুদের নামে আমি তাদের নিশ্চয়ই শেষ করে দেব।

13. আমি যাতে পড়ে যাই সেজন্য তারা আমাকে ধাক্কা মেরেছিল,কিন্তু মাবুদ আমাকে সাহায্য করলেন।

14. মাবুদই আমার শক্তি, তিনিই আমার কাওয়ালী;তাঁরই মধ্যে রয়েছে আমার উদ্ধার।

15. সৎ লোকদের বাড়ীতে উদ্ধারের আনন্দধ্বনি শোনা যায়;মাবুদের শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।

16. মাবুদের শক্তিশালী হাত জয় দান করেছে;মাবুদের শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।

17. আমি মরব না, বেঁচে থাকব,আর মাবুদ যা করেছেন তা ঘোষণা করব।

18. মাবুদ আমাকে কড়া শাসন করেছেন,কিন্তু মৃত্যুর হাতে তিনি আমাকে তুলে দেন নি।

19. আমাকে ন্যায়বান মাবুদের ঘরের দরজা খুলে দাও,যেন আমি সেখানে ঢুকে তাঁকে শুকরিয়া জানাতে পারি।

20. এই তো মাবুদের ঘরের দরজা;এর মধ্য দিয়েই সৎ লোকেরা ঢোকে।

21. আমি তোমার শুকরিয়া আদায় করব,কারণ তুমি আমার কথা শুনেছ;আমার উদ্ধার তোমারই মধ্যে রয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 118