ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 115:1-17 Kitabul Mukkadas (MBCL)

1. আমাদের নয়, হে মাবুদ, আমাদের নয়,কিন্তু তোমার প্রশংসা হোক;তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার জন্যই হোক।

2. অন্য জাতিরা কেন বলবে, “কোথায় ওদের আল্লাহ্‌?”

3. আমাদের আল্লাহ্‌ বেহেশতে আছেন;তাঁর ইচ্ছামত তিনি কাজ করেন।

4. ওদের মূর্তিগুলো সোনা আর রূপা দিয়েমানুষের হাতে গড়া।

5. তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না,চোখ আছে কিন্তু দেখতে পায় না;

6. তাদের কান আছে কিন্তু শুনতে পায় না,নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না।

7. তাদের হাত আছে কিন্তু ছুঁতে পারে না,পা আছে কিন্তু হাঁটতে পারে না,গলা দিয়ে কোন শব্দও বের করতে পারে না।

8. যারা এগুলোকে তৈরী করেআর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করেতারাও ঐ সব মূর্তির মত হবে।

9. হে বনি-ইসরাইলরা, মাবুদের উপর ভরসা কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।

10. হে হারুনের বংশ, মাবুদের উপর ভরসা কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।

11. হে মাবুদের ভক্তেরা, মাবুদের উপর ভরসা কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।

12. মাবুদ আমাদের কথা মনে করেছেন,সেজন্য তিনি আমাদের দোয়া করবেন;হ্যাঁ, তিনি ইসরাইলের বংশকে দোয়া করবেন,তিনি হারুনের বংশকে দোয়া করবেন,

13. তিনি তাঁর ছোট-বড় সব ভক্তকে দোয়া করবেন।

14. মাবুদ তোমাদের ও তোমাদের সন্তানদের বংশ বাড়িয়ে তুলুন।

15. মাবুদ, যিনি আসমান ও জমীনের সৃষ্টিকর্তা,তিনি তোমাদের দোয়া করুন।

16. বেহেশত হল মাবুদেরই বেহেশত,কিন্তু দুনিয়াটা তিনি মানুষকে দিয়েছেন।

17. মৃতেরা তো মাবুদের প্রশংসা করে না;যারা মৃত্যুর নীরবতার মধ্যে নেমে যায় তারা প্রশংসা করে না;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 115