ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 109:8-23 Kitabul Mukkadas (MBCL)

8. তাদের আয়ু অল্প হোক;তাদের উঁচু পদ অন্য লোকেরা নিয়ে যাক।

9. তাদের ছেলেমেয়েরা বাবাকে হারাক;তাদের স্ত্রীরা বিধবা হোক।

10. তাদের ছেলেমেয়েরা পথে পথে ভিক্ষা করুকআর তাদের ভাংগাচোরা ঘর থেকে দূরে গিয়েখাবার খুঁজে বেড়াক।

11. মহাজন তাদের সব কিছু নিয়ে যাক;অন্য লোকে তাদের পরিশ্রমের ফল লুটে নিক।

12. তাদের প্রতি দয়া করতে পারে এমন কেউ না থাকুক;তাদের এতিম ছেলেমেয়েদের প্রতি কেউ মমতা না করুক।

13. তাদের বংশধরদের মেরে ফেলা হোক;তাদের সন্তানদের নাম মুছে ফেলা হোক।

14. তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা মাবুদের মনে থাকুক;তাদের মায়েদের গুনাহ্‌ মুছে ফেলা না হোক।

15. সব সময় সেগুলো মাবুদের সামনে থাকুক,যাতে তিনি দুনিয়া থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন।

16. তারা দয়া করার কথা কখনও মনে করত না,বরং দুঃখী, গরীব ও হতাশ লোকদের হত্যা করবার জন্যজুলুম করত।

17. তারা বদদোয়া দিতে ভালবাসত,তাই সেই বদদোয়া তাদেরই উপরে পড়ল;দোয়া করতে তাদের ভাল লাগত না,তাই দোয়া তাদের কাছ থেকে দূরে গেল।

18. কাপড় পরার মত করে বদদোয়া দেওয়াতাদের অভ্যাসে দাঁড়িয়েছিল;তা অভ্যাসে দাঁড়িয়েছিল তাদের পানি খাওয়ার মতআর গায়ে তেল মাখাবার মত।

19. সেই বদদোয়া চাদরের মত তাদের জড়িয়ে রাখুকআর কোমর-বাঁধনির মত সব সময় বেঁধে রাখুক।

20. আমার বিপক্ষেরা, যারা আমার বিষয়ে খারাপ কথা বলে,তারা মাবুদের কাছ থেকে যেন এই ফলই পায়।

21. কিন্তু তুমি, হে আল্লাহ্‌ মালিক,তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমার প্রতি দয়া কর;তোমার মহব্বতের মেহেরবানীতে তুমি আমাকে উদ্ধার কর।

22. আমি দুঃখী ও অভাবী;আমি অন্তরে আঘাত পেয়েছি।

23. বিকালের ছায়ার মতই আমি মিলিয়ে যাচ্ছি;পংগপালের মত আমাকে ঝেড়ে ফেলা হয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 109